Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

Months

{fbt_classic_header}

Breaking News:

latest

Murguma Dam Travel Story

মোহময়ী মূরগুমা লিখেছেন Pabitra Kanti Kayal
ফাল্গুনী বসন্তের হিমেল হাওয়ায় গা ভাসিয়ে দিয়ে ভবঘুরে ছয় বন্ধু গাড়ি নিয়ে গত ২২শে ফেব্রুয়ারি ২০১৯ এ বেড়িয়ে পড়েছিলাম প্রকৃতির মায়াবী বসন্তের রূপ,রস,সুগন্ধ ও বর্ণময় শোভা আস্বাদনের উদ্দেশ্যে। সকাল ৭টা নাগাদ আমরা কলকাতা থেকে যাত্রা শুরু করি।এবারে আমার সফরে সদস্য ছিল গৌতমদা, রাজাদা,কুশ,বিলু ও সন্তূ। আমাদের গাড়ি বিদ্যাসাগর সেতু পেরিয়ে গতি বাড়িয়ে দূর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে প্রায় সাড়ে ৮টার সময় সিঙ্গুর পেরিয়ে হিন্দুস্তান ধাবাতে পৌঁছে যায়। এখানে সকালের জলখাবার খেয়ে নিয়ে আবার সাড়ে ৯টার সময় পুনরায় পুরুলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। আসানসোল পেরিয়ে বাঁদিক ঘুরে বরাকর ও রঘুনাথপুর হয়ে দুপাশের নয়নাভিরাম শোভা দেখতে দেখতে ২-১০মি. নাগাদ পুরুলিয়া পৌঁছে যাই। এখানে স্বনির্ভর গোষ্ঠী পরিচালিত 'পথসাথী' ভোজনালয়ে সেই দিনের দুপুরের ভোজন পর্বটি সম্পন্ন করি। প্রসঙ্গত বলে রাখি, যারা এখানে খেতে যাবেন তারা যেন হাতে সময় নিয়ে যান, কারন এখানে খাবার বানিয়ে পরিবেশন হয়, আগে থেকে বানানো থাকে না। যাহোক, এরপর ৩টের সময় আমরা পুরুলিয়া থেকে মূরগুমার উদ্দেশ্যে যাত্রা করি। বেগুনকোদর হয়ে ৫টার সময় আমরা মূরগুমাতে পৌঁছে যাই।  আগে থেকে রুম বুকিং করা ছিল 'পলাশবীতানে' তাই কোন অসুবিধা হয়নি।এদিকে সূর্য দেবতা দেখি তখন সেদিনের শেষ কিরণটুকু ঢেলে দিয়ে পশ্চিম আকাশকে রক্তিম বর্ণে বর্ণময় করে অন্তর্নিহিত হবার প্রয়াস চালিয়ে যাচ্ছে।ফলে, চারিপাশে ঘিরে থাকা ছোট বড় পাহাড়ের প্রাচীরে সেই কিরনরশ্মী প্রতিফলিত হয়ে এই স্থানের বর্ণময় আলোর উজ্জ্বলতা আরো বাড়িয়ে দিচ্ছে। চারি দিকে ফুটে থাকা বাহারি পলাশ ফুল আরো রক্ত মাখা হয়ে উঠেছে । এরই মাঝখানে অবস্থিত নয়নাভিরাম মূরগুমা ড্যামের টল টলে জলে এক মায়াবী রুপ ফুটে উঠেছে। জলের ধারে থাকা পাখি গুলো সারা দিনের শিকার শেষ করে শব্দ করতে করতে সারিবদ্ধভাবে আকাশ পথে নিজেদের আলয়ে ফিরে চলেছে। এই রকম মূহুর্ত আমাদের মত প্রকৃতিপ্রেমিকদের কাছে একটা বড় প্রাপ্তি। এই দৃশ্য আমাদের সবার সারা দিনের ক্লান্তিকে ভূলিয়ে দিল। এখানে আসাটা সার্থক বলে মনে হল।
কিছুক্ষণ পর চারিদিকে অন্ধকার নেমে এলো। আকাশে ফুটে উঠল নক্ষত্রের আলো। এরই মাঝে বৃহত্তাকার চন্দ্রের অবস্থান নজরে পড়ল। মাঝে মাঝে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যাচ্ছে।  দূরথেকে ভেসে আসছে কোন নাম না জানা আদিবাসী গ্রামের ধামসা মাদলের আওয়াজ। সমগ্র অঞ্চল আলো আঁধারের মায়াজালে এক অদ্ভুত রোমাঞ্চকর পরিবেশের সৃষ্টি করল। আমরাও এই পরিবেশের সাথে নিজেদের উপযুক্ত করতে ঝুমুর গানের তালে নাচতে নাচতে "বন ফায়ারে" মেতে উঠলাম। সে এক অদ্ভুত অনুভূতি যা ভাষায় প্রকাশ করতে পারবোনা। এভাবেই একটা রাত প্রকৃতির কোলে নিজেদেরকে উন্মুক্ত করে মনের অন্তরে সারা জীবনের স্মৃতিতে তাহা চীরস্মরনীয় করে রাখলাম।বর্তমান জীবন যাত্রার এক ঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে কয়েকটি দিন প্রকৃতির মাঝে নিজেকে সমর্পণ করে প্রকৃতির রূপ রস উপভোগ করতে চলে আসতে পারেন এই মোহময়ী মূরগুমার অন্দর মহলে। আশা করি হতাশ হবেন না। 
কোথায় থাকবেন : এখানে থাকার জন্য বুকিং করতে পারেন
যোগাযোগ  SRIJAN SONARGAON, 321, Sonarpur Station Road,Kolkata - 700103
MOBILE : 9674222670, 9831347123 , 9674222675
EMAIL:animonjoyee@gmail.com
ADDRESS: Ocean6 Holidays 16, Suren Tagore Rd, Ekdalia, Ballygunge , Kolkata, West Bengal 700019 
PHONE:033 4007 5510 ,9874361951
EMAIL: info@bonpolashi.com
কিভাবে যাবেন:
এখানে যাবার জন্য কলকাতা থেকে ট্রেনে পুরুলিয়া অথবা ঝালদা স্টেশনে নেমে গাড়ি করে এখানে আসতে পারেন। 
 
 
 
 
 
 

No comments

Ads Place